নিজস্ব প্রতিনিধঃ
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা ফাতেমা ইয়াসমিন অভিযোগ করেছেন যে, তার প্রতিবেশী সবুজ ঢালী, মনি ডালি, মনোঢালী ও রত্না ডালি (পিতা: রসময় ঢালী) সরকারি পানি উন্নয়ন বোর্ডের জমিতে জোরপূর্বক দুটি পোল্ট্রি খামার স্থাপন করেছেন। ফাতেমা ইয়াসমিনের দাবি, তিনি বাড়িতে না থাকার সুযোগে তারা এই খামার স্থাপন করেন, যার ফলে খামার থেকে নির্গত দুর্গন্ধে তার পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তার বাড়ির সামনে পানি উন্নয়ন বোর্ডের খাস জায়গা দখল করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন। সন্ধ্যা হলে তারা তার বাড়িতে ঢিল নিক্ষেপ করেন এবং পাশেই মাদকদ্রব্য সেবন করেন। এতে তিনি ও তার ছোট সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ফাতেমা ইয়াসমিন জানান, তার স্বামী মোঃ আকরাম হোসেন বি.আর.এস খতিয়ান ৮৯৬, দাগ নং ২৫৬ ও ২৫৭ এর ২৫ শতাংশ জমির মধ্যে ১৯ শতাংশ ২৫ লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছেন। তবে, প্রতিবেশীরা তাকে বাড়িতে থাকতে দিচ্ছেন না এবং তার বাড়ির সামনে খাস জমি দখল করে পোল্ট্রি খামার স্থাপন করেছেন।
এ বিষয়ে স্থানীয় মুরুব্বিরা কয়েকবার সালিশি বৈঠক করলেও কোনো সমাধান হয়নি। ফাতেমা ইয়াসমিন প্রশাসনের কাছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।