তানভীর আহম্মেদ সায়াদ (স্টাফ রিপোর্টার)
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার লাইফ টাইম ফাউন্ডেশন এর উদ্যোগে এক আলোচনা সভা ও মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এ সভায় গুরুত্বপুর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইফ টাইম ফাউন্ডেশনের সভাপতি তাসনিম হোসেন অন্তু এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সায়াদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ জুনায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এস এম বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মোল্লা, কোষাধ্যক্ষ মোহাম্মদ শেখ, প্রচার সম্পাদক তানজিব আহমেদ, দপ্তর সম্পাদক মানিক শরীফ, কার্যনির্বাহী সদস্য নাহিয়ান শেখ এবং মোঃ খালিদ হাসান,সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ সায়াদ , “লাইফ টাইম ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবিক কাজের প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।
সভাপতি তাসনিম হোসেন অন্তু বলেন “লাইফটাইম ফাউন্ডেশন সব সময় চেষ্টা করে মানবতার পাশে দাঁড়াতে। গরিব, দুঃখী ও অসহায় মানুষদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।
আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। সকলে মিলিতভাবে অনুষ্ঠানটি সাফল্যের সাথে সম্পন্ন করেন।