1. live@dainikshiromoni.online : দৈনিক শিরোমনি : দৈনিক শিরোমনি
  2. info@www.dainikshiromoni.online : দৈনিক শিরোমনি :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিটিএসএফ এর পুনর্মিলনী ও প্রবাসী সাংবাদিক সংবর্ধনায় প্রাণবন্ত মিলনমেলা। টুঙ্গিপাড়ায় ভূমি অফিস চুরির ঘটনা ঘটেছে টুংগীপাড়া আওয়ামীলীগ নেতা মাহবুবের নেতৃত্বে জালাল মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর। লাইফ টাইম ফাউন্ডেশনের আলোচনা সভা ও টি-শার্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কৃষক ধান কাটতে গেলে ভূমিদস্যুর বাধা, কৃষক শারীরিক হেনস্থা শিকার । অসম্পূর্ণ সড়ক নির্মান টুঙ্গিপাড়ায় জনগণের চরম ভোগান্তি। খসে পড়ছে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের ছাদের পলেস্তারা,পাঠদান ঝুঁকিপূর্ণ। টুঙ্গিপাড়ায় অভাবের তাড়নায় বৃদ্ধার আ’ত্মহ’ত্যা । ডুমুরিয়া ইউনিয়নের নির্মল মেম্বারের দুর্নীতি ও অনিয়ম । টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম: ইউপি সদস্য রঙ্গু খাঁ’র বিরুদ্ধে অভিযোগ।

কৃষক ধান কাটতে গেলে ভূমিদস্যুর বাধা, কৃষক শারীরিক হেনস্থা শিকার ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধিঃ

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের আটজুড়ী মৌজায় কৃষক হাসমত শেখের জমিতে ধান কাটতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শ্রীরামকান্দি গ্রামের ইমরুল শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২০২৫ সালের ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে।

হাসমত শেখ উপজেলার রামচন্দ্রপুর চরপাড়া ঝিলু শেখের ছেলে। তিনি জানান, আদালতের রায় অনুযায়ী জমিটি তার, এই জমি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করছিল ইমরুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাগজ পাতি পর্যালোচনা করে আমাকেই রায় দিয়েছে । তিনি কিষান নিয়ে ধান কাটতে গেলে ইমরুল শেখ বাধা দেন এবং তাকে মারধর করেন। এ সময় হাসমত শেখের মেয়ে শারমিন আক্তার বাধা দিতে গেলে তাকেও হেনস্তা করা হয়। পরে তিনি টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত ইমরুল শেখ এর সাথে কথা বলার জন্য ঘটনাস্থলে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আদালতের রায়ের পরও এমন ঘটনা দুঃখজনক। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্তাধীন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশে জমি নিয়ে বিরোধের ঘটনা নতুন নয়। অনেক সময় আদালতের রায় থাকা সত্ত্বেও বাস্তবে তা কার্যকর হয় না। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট