গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের বিল থেকে অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় গোপালপুরের বাসিন্দা মিনাল বৈরাগী সাংবাদিকদের বলেন তিনি গত ১০-১৫ বছর ধরে সরকারি খাল থেকে বালি উত্তোলন করে আসছেন এবং এ কাজে স্থানীয় নেতাদের ছত্রছায়া রয়েছে। তিনি আরও বলেন, “আপনার যা করার করতে পারেন,করেন আমি বিগত ১০ থেকে ১৫ বছর এভাবেই বালি উত্তোলন করে বিক্রি করি।” এছাড়া, সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে বালি উত্তোলনের ছবি তুলতে গেলে তিনি তাদের হুমকি দেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন যে, এই অবৈধ বালি উত্তোলনের কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, সরকারি খাল বা নদী থেকে বালি উত্তোলন নিষিদ্ধ। তবে, প্রভাবশালী সিন্ডিকেটের কারণে এসব আইন অমান্য করে বালি উত্তোলন অব্যাহত রয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে অবৈধ বালি উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।