স্টাফ রিপোর্টার ঃ তানভীর আহমেদ সায়াদ
আজ রবিবার, ১৩ই এপ্রিল, সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে গোপালগঞ্জ জেলার মোহাম্মাদ পাড়ায় হিন্দু ধর্মাবলম্বী এক অসহায় পরিবারের উপর হামলা করা হয়। হামলার শিকার হন সিদাম বিশ্বাসের স্ত্রী উন্নতি বিশ্বাস (৭৫) এবং বিমল চন্দ্র বিশ্বাসের ছেলে হীরা বিশ্বাস (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা মাদক ব্যবসার সাথে জড়িত এবং পূর্বে এই পরিবারের সাথে শত্রুতা ছিল। ভুক্তভোগী হীরা বিশ্বাস জানিয়েছেন, হামলাকারীরা তাদের বাড়ির কাছে বসবাস করে এবং নিয়মিত মাদক সেবন ও বেচাকেনা করে। তিনি বলেন, “আমরা প্রতিবাদ করলে তারা আমাদের সাথে গালাগাল ও মারধর করে। আজ সকালে ইদ্রীস মোল্লার ছেলে আশিক মোল্লা, তার বাবা ইদ্রীস মোল্লা, মা খুশি বেগমসহ আরো ৩/৪ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ির উপর হামলা করে। আমি প্রতিবাদ করলে তারা আমাকে কুপিয়ে আহত করে এবং আমার বৃদ্ধা পিষি আমাকে বাঁচাতে আসলে তার উপরও হামলা করা হয়।”
হামলার পর, আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং হত্যার হুমকি দিয়ে যায়। আহত হীরা বিশ্বাস দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে আহত হীরার বাবা, বিমল চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ সদর থানায় আশিক মোল্লা, ইদ্রীস মোল্লা, খুশি বেগমসহ ৩/৪ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন। গোপালগঞ্জ সদর থানা এস.আই মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানিয়েছেন, উভয় পক্ষই থানায় অভিযোগ করেছেন। তিনি আরো জানান, “ওসি সাহেব এখনও কোন সিদ্ধান্ত দেননি। সিদ্ধান্ত হলে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।