জিসান মাহমুদ ইমন
স্টাফ রিপোর্টার।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের হরিমঙ্গল নামক স্থান থেকে ইয়াবাসহ মোশরফা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার এস আই আনিসুর রহমান গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের হরিমঙ্গল নামক স্থান থেকে মোশরফা বেগম (৩৭) কে গ্রেপ্তার করে। এ সময় নারী পুলিশ তার দেহ তল্লাশি করে তার ব্যবহৃত বেগ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করে। পরে তাকে থানায় নিয়ে আসে। মোশরফা বেগম কক্সবাজার জেলার চকরিয়া থানার বড়ইতুলি গ্রামের মৃত আব্দুল করিম দাদ এর মেয়ে। তাহার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এই ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।