তানভির আহম্মেদ সায়াদ (স্টাফ রিপোর্টার)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জিটি স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ এপ্রিল ২০২৫) সকালে টুঙ্গিপাড়া উপজেলা শহরের প্রধান সড়কে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা "ফিলিস্তিনের শিশুদের রক্ষা করো", "ইসরাইলের বর্বরতা বন্ধ করো", "আমরা ফিলিস্তিনের পাশে"—ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মানবতার স্বার্থে এখনই বিশ্ব সম্প্রদায়ের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত।
এ সময় স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরাও অংশগ্রহণ করেন। জিটি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই কর্মসূচিকে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ বিকাশের অংশ হিসেবে উল্লেখ করেন।
১০ম শ্রেণীর শিক্ষার্থী তানভির আহম্মেদ সায়াদ ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
রায়হান বিশ্বাস ও রবিউল বিশ্বাস বলেন, "ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনের নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। এই মানবতা-বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।