তানভীর আহম্মেদ সায়াদ (স্টাফ রিপোর্টার)
শনিবার (০৫ এপ্রিল ২০২৫ ) বাঁশবাড়িয়া বাজার ব্রিজের সামনে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করা হয়।
এ কর্মী সভার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আবু নাসিম সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সাগরসহ টুঙ্গিপাড়া উপজেলা ও ডুমুরিয়া ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, ” পূর্বে ছাত্রলীগের যুক্ত ছিল বা তাদের দোসর হিসেবে কাজ করেছে এমন কেউই কমিটিতে স্থান পাবে না। কমিটিতে স্থান পাওয়ার পরও যদি এমন প্রমাণ পাওয়া যায় বা ছাত্রলীগ নিয়ে কাজ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”