স্টাফ রিপোর্টার: তানভীর আহম্মেদ সায়াদ
আগামী শনিবার (২২ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোটালীপাড়া উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক S M Mohiuddin.
জানাগেছে, এস এম জিলানী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনে জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী।
যে কারনে কোটালীপাড়ায় তার আগমনকে কেন্দ্র করে উপজেলা থেকে তৃণমূল পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
২০০৮ সালের পর কোটালীপাড়ায় বিএনপির আনুষ্ঠানিকভাবে বড় কোন অনুষ্ঠান হতে যাচ্ছে এই ইফতার মাহফিল। উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন জানিয়েছেন ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।