স্টাফ রিপোর্টার ঃ তানভীর আহমেদ সায়াদ
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে বর্তমান ও সাবেক দুই ইউপি মেম্বারের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ১৭ (মার্চ) রাত ৯ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, বোড়াশী ইউনিয়নের বর্তমান মেম্বার মিটু মোল্লার সাথে সাবেক মেম্বার আলিম মোল্লার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-কোন্দল চলে আসছিল। এর আগেও একাধিকবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এরই জের ধরে আজ সোমবার রাত ৯টার দিকে মিটু মোল্লার নেতৃত্বে তার সমর্থকরা আলিম মোল্লাসহ তার লোকজনের ওপর চড়াও হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’